সিসিটিভির ফুটেজ প্রকাশের দাবিতে অবরুদ্ধ ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত কমিশনার। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আবরার হত্যার ঘটনার আলামত হিসেবে জব্দ সিসিটিভির ফুটেজ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার পরই তারা অবরোধমুক্ত হলেন।
সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই সিসিটিভি ফুটেজ হস্তান্তর করেন দুই পুলিশ কর্মকর্তা। এসময় শিক্ষার্থীরা তাদের ধন্যবাদ জানিয়ে হল অফিস থেকে বেরিয়ে যেতে দেন। ওই দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে হল প্রাধ্যক্ষকেও অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজের দাবিতে বুয়েট শিক্ষার্থীরা পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুই ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রেখেছিলেন শেরে বাংলা হল অফিসে।