আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না সাকিব?

সিপ্লাস ডেস্ক: ডান হাতের তর্জনীতে চিড় ধরায় আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারেননি সাকিব আল হাসান। তার পরিবর্তে অভিষেক হয় ৩২ বছর বয়সি রনি তালুকদারের। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

১৪ জুন থেকে ১৭ জুলাই আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবির চিকিৎসা বিভাগ মনে করছে, এই সময়ের মধ্যে সাকিবের চোট পুরোপুরি সেরে ওঠা কঠিন হবে। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে নেটে অনুশীলন করতে পারবেন সাকিব।

আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন না তিনি, তা প্রায় নিশ্চিত। তবে দুই ম্যাচের টি ২০ সিরিজে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান সাকিব। পরে এক্স-রে’তে চোটাক্রান্ত আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সূক্ষ্ম চিড় হলে সাধারণত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। কিন্তু চোট বেশি হলে ছয় থেকে সাত সপ্তাহ লাগে। ধারণা করা হচ্ছে, চিড় বেশি হয়েছে সাকিবের আঙুলে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top