আনোয়ারায় যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও জরিমানা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা প্রতিনিধি : সড়কের দুপাশে ফুটপাত দখল করে অস্থায়ী ভাবে বসানো হয়েছে বিভিন্ন পণ্যের দোকান। যার ফলে প্রতিনিয়ত লেগে আছে যানজট। এদিকে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) এর ওরশে বটতলী রুস্তমহাট বাজার যানজট ও বিশৃঙ্খলা নিরসনের জন্য এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জুন) বিকালে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে উচ্ছেদ ও জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এসময় বটতলী বাজারে সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান গড়ে তোলায় ১৭ জনকে মামলা দিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, শাহ মোহছেন আউলিয়া (রহঃ) এর ওরশ উপলক্ষে রুস্তমহাট বাজারে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ১৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পূণরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। যদি কেউ নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।