আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘির দক্ষিণে খাদেম আলী শাহ (র.) সড়কের পাশ থেকে বুধবার (২২ জুন) দুপুরে বেওয়ারিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।
তিনি জানান, দুপুরে স্থানীয়রা নবজাতকের লাশটি দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে আনোয়ারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।