আনোয়ারা প্রতিনিধি : ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে শেষ হয়৷
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশের সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা মোঃ আমানতগীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ সহ পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দরা।
আলোচনা সভা শেষে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য শ্রেষ্ঠ চেয়ারম্যান বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ সহ কয়েকজনকে সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয়৷