আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বটতলী শাহ মোহছেন আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকালে স্কুলের হল রুমে অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ৯ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য অভিভাবকদের সাথে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আবদুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমরান হোসেন বাবু, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, দাতা সদস্য মোঃ শাহাবুদ্দিন, শিক্ষানুরাগী সদস্য মোঃ তারেক চৌধুরী, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, এস এম কামরুল ইসলাম, এস এম জসীব উদ্দীন ও ফাতিমা বেগম সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অভিভাবকরা স্কুলের শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ তুলে ধরেন স্কুল পরিচালনা পরিষদ ও শিক্ষকদের কাছে।
এদিকে ঐতিহ্যের এই স্কুলের বিগত দিনের সুনাম ধরে রাখতে শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে কঠোর রয়েছে বলে জানান বক্তারা।