আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে প্রায় ২ শতাধিক নারী পুরুষের মাঝে তার পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আবুল বশর।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বঙ্গবন্ধু যুব পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ফারুক মেম্বার, বর্তমান ইউপি সদস্য ইউচুপ নুর, ইউনিয়ন বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আবদুল আজিজ বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত তালুকদার, ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আসিফ উদ্দীন, সাধারণ সম্পাদক ইসহাক তালুকদার সাকিব, সেলিম চৌধুরী, নূর মুহাম্মদ নুরু, মুহাম্মদ ইউচুফ ও আবু ছালেক জুয়েল সহ প্রমুখ।