আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে রাতে নিজ বাড়ির সামনে হতে রিকশাটি চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে দিশেহারা বৃদ্ধটি।
খবর পেয়ে বৃদ্ধটিকে একটি রিকশা উপহার দিয়েছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃদ্ধটির কাছে রিকশাটি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, গত কয়েকদিন আগে তৈলারদ্বীপ গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি তার উপার্জনের একমাত্র উপকরণ রিকশাটি হারিয়ে আমার কাছে আসেন সহযোগিতার জন্য। তখন তাকে একটি নতুন রিক্সা ব্যবস্থা করে দিব বলে আশ্বাস দিই। বৃহস্পতিবার বৃদ্ধ এই ব্যক্তির হাতে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের একটি রিকশা তুলে দিই। রিকশাটি পেয়ে বৃদ্ধটি খুশি হয়েছে।