আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের সেবায় বৈদ্যুতিক পাখা দিয়েছেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। বুধবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কর্তৃপক্ষের কাছে দশটি পাখা হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ সহ স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্মরত ডাক্তাররা উপস্থিত ছিলেন।
আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ সোহাইল সালেহ জানান, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে যাওয়ায় প্রচন্ড গরমে রোগীরা কষ্ট পাচ্ছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেডিকেলের জন্য কয়েকটি বৈদ্যুতিক পাখা দেওয়ার জন্য যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পক্ষে মেডিকেলের রোগীদের সেবায় দশটি বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন জানান, প্রচন্ড গরমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি বৈদ্যুতিক পাখার প্রয়োজন। এমন সময় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন নামের সংগঠনটি মেডিকেল কর্তৃপক্ষকে দশটি বৈদ্যুতিক পাখা প্রদান করেছে। পাখাগুলো যেখানে প্রয়োজন সেখানে লাগানো হবে। ফলে রোগীরা গরমের কষ্ট থেকে রক্ষা পাবে। যার জন্য সংগঠনটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।