আনোয়ারায় নতুন ইউএনও’র যোগদান

আনোয়ারায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন কর্মস্থলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইউএনও’র দায়িত্ব গ্রহণ করেন তিনি।

নিজ দপ্তরের যোগদান শেষে উপজেলার বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিগণদের সাথে মত বিনিময় করেন তিনি। এছাড়া নবাগত ইউএনও’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিতিগণরা।

মোঃ ইশতিয়াক ইমন ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে university of Sussex, UK থেকে development studies বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন।

মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সাল থেকে চাকুরিজীবন শুরু করে সর্বশেষ তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা জেলার সন্তান।