আনোয়ারায় ওষখাইন দরবার শরীফে মৌলানা একরামুল হক শাহ্ (রহঃ)’র ওরশ শুক্রবার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারার পাঁচ তরিকার পীর, আধ্যাত্মিক সাধক, ১৮ শতকের মহাকবি বেলায়তের সম্রাট আল্লামা হযরত শাহ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.) ছোট মিয়ার আওলাদে ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরে ত্বরিকত হযরত শাহ ছুফী মৌলানা একরামুল হক শাহ রজায়ী (রহঃ)’র ওরশ আগামীকাল শুক্রবার (২৬ মে) অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে ঐতিহ্যবাহী ওইখাইন দরবার শরীফের বিশ্ব নুর মঞ্জিলে মহাসমারোহের আয়োজন করেন।

এ ওরশে সভাপতিত্ব করবেন হযরত শাহ ছুফী মৌলানা একরামুল হক শাহ রজায়ী (রহঃ)’র পুত্র, রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

সার্বিক নির্দেশনায়- শাহজাদা মোহাম্মদ শাকের উল্লাহ রজায়ী ও শাহজাদা মোহাম্মদ মোরশেদ উল্লাহ রজায়ী।

উক্ত ওরশে দরবারের সকল আশেক ভক্ত ও মুরিদানবৃন্দদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হযরত শাহ ছুফী মৌলানা একরামুল হক শাহ রজায়ী (রহঃ)’র নাতি খেলাফত প্রাপ্ত পীরজাদা মৌলানা নাঈম উদ্দীন রজায়ী।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top