আদালতের রায়ের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির বিষয়ে জানতে চাইলে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি একথা জানান।
শ্যামল বলেন, ‘আদালতের রায়ে বাংলাদেশ স্বাধীন হয়নি, আর আদালতের রায় দিয়ে ছাত্রদলের কমিটিও হয়নি। আমাদের তৃণমূলের কাউন্সিলররা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আদালতে আমরা যাইনি, আর আদালতের কোনও নোটিশও আমাদের কাছে আসেনি। তাই বিষয়টি সম্পর্কে আমরা অবগতও না। এ রায়ের সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। তৃণমূলের নেতারা আমাদের হাতে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, সেটি নিয়েই এখন আমরা চিন্তা-ভাবনা করছি।’
এর আগে সোমবার ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুস্রাত সাহারা বিথী এ আদেশ দেন।