আজ জগন্নাথদেবের রথযাত্রা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ। এ উপলক্ষে বিকালে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে প্রবর্তক মোড় থেকে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান শুরু হবে। এছাড়া নন্দনকানন ইসকন মন্দিরের আয়োজনে রথযাত্রাটি বিকালে শ্রী শ্রী রাধামাধব মন্দির সংলগ্ন ডিসি হিল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এবং কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আয়োজনে নন্দনকানন রথের পুকুর পাড়ে জগন্নাথদেবের রথযাত্রাটিও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্রবর্তক মোড়ের জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধন শেষে রথযাত্রাটি প্রবর্তক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজারী গলি গিয়ে শেষ হবে এবং ৮ জুলাই ফিরতি রথ একইপথে হাজারীগলি থেকে প্রবর্তক আসবে।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, ভারতীয় দুতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম।

নন্দনকানন ইসকন মন্দিরে আয়োজনে অনুষ্ঠেয় রথযাত্রায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, শ্রীজগন্নাথদেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, ধর্ম মহাসম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক অনুষ্ঠিত হবে। বিকালে রথযাত্রাটি ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগি পাহাড়-আন্দরকিল্লা-বক্সিরহাট-লালদীঘির পাড়-কোতোয়ালীর মোড়-নিউমার্কেট-আমতলা-বোস ব্রাদার্স-নন্দনকানন শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে এসে শেষ হবে।

এ শোভাযাত্রায় চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা অংশ নেবেন বিভিন্ন পৌরাণিক সাজে। ১২০টির বেশি সংগঠন তাদের নিজস্ব ব্যানারে অংশ নেবে।

এদিকে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রাটি তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হবে। রথযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। সংগঠনের সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন ও পুলক খাস্তগীর, সমাজসেবক মো. সাহাবউদ্দিন ও অনুপু বিশ্বাস প্রমুখ। রথ পরিক্রমায় নগরীর বিভিন্ন মঠ-মন্দিরের রথসমূহ যোগ দেবে।