সিপ্লাস ডেস্ক: এবারের ঈদে শাকিব খানের দুই ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। একটি হলো শাকিব-জাহারা মিতুর আগুন, অপরটি হলো শাকিব-বুবলীর লিডার-আমিই বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ঈদে আগুন ছবিটি মুক্তি পাচ্ছে না।
সিনেমা মুক্তির বিষয়ে তপু খান বললেন, ‘শুনেছিলাম এবারের ঈদে শাকিব ভাইয়ের দুটি সিনেমা আসবে। তবে গতকাল শুনলাম আগুন এবারের ঈদে মুক্তি পাচ্ছে না। তাই আমি মনে করি শাকিব খান-বুবলী জুটির লিডার -আমিই বাংলাদেশ সিনেমাটি দর্শকেরা বেশ উপভোগ করবে। একই সঙ্গে শাকিব ভক্তদের তৃষ্ণা মিটবে। আমার পরিচালনায় প্রথম সিনেমায় দর্শকরা শাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করবেন। অন্যায়ের প্রতিবাদ আর সমস্যার সমাধানের গল্প নিয়ে এই সিনেমা হবে উপভোগ্য।’