আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন শঙ্কামুক্ত নন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নাট্য অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা গত দুই দিনের মতো এখনো অপরিবর্তিত। জানা যায়, মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তে প্লাজমা কমতে থাকে। দুর্বল হতে থাকেন আঁখি। বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে।

হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। শারীরিক অবস্থা বুঝে আগামীকাল এই অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

গত শনিবার মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তিন দিন ধরে তাঁর চিকিৎসা চলছে।