আগামী নির্বাচনে জামায়াত সম্ভাবনার দ্বার খুলবে, বললেন নায়েবে আমির

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নিবন্ধন বাতিলের কারণে জামায়াতে ইসলামী নিজ নামে ভোটে অংশ না পারলেও দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, ‘আগামী নির্বাচনে তাদের ভালো সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেছেন, ‘ইসলামপন্থীরা মনে করেন, জামায়াত রাজনৈতিক দল। অন্যদিকে সরকার ও তাদের সমমনারা জামায়াতকে মোল্লা মৌলভী মনে করে। তাহলে জামায়াতের পরিচয় কী? জনগণের কাছে জামায়াতের নিজস্ব পরিচয় স্পষ্ট করতে হবে। জনসম্পৃক্ত হয়ে সামাজিক কাজকে বেগবান করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত সম্ভাবনার দ্বার খুলবে।’

শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শিক্ষা শিবিরে এসব কথা বলেন ডা. তাহের। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

ভার্চুয়াল কর্মী সম্মেলন: শুক্রবার ভার্চুয়ালি কর্মী সম্মেলন করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, বিভিন্ন দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নির্যাতন চলছে। তা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে।

উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. রেজাউল করীমের সঞ্চালনায় বক্তৃতা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।