আগামীকাল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: আগামীকাল সোমবার সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ দিন সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে।

আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্রে এসব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য মোট স্বেচ্ছাসেবী সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। আর স্বাস্থ্যকর্মী প্রায় ৪০ হাজার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এ ছাড়া ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। অসুস্থ শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।