সিপ্লাস ডেস্ক: তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে দেশ ছেড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। রোববার সকাল নয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে অ্যান্ড্রু বার্লবিনিরা। ঢাকায় আসার পর অবশ্য বিশ্রামের সুযোগ পাচ্ছেন না আইরিশরা।
বেলা এগারোটা নাগাদ আবার আয়ারল্যান্ড দল বিমান ধরবে সিলেটের। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশের বিপক্ষে এবারের সিরিজের সাদা বলের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম।
এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের।