আইবিএফসি’র ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হলেন আনোয়ারার রঘুপতি সেন

আনোয়ারা প্রতিনিধি: ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (আইবিএফসি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (আইবিএফসি) চেয়ারম্যান এড. শুভাশীষ সমদ্দার ও কেন্দ্রীয় কমিটির মনোনয়ন ক্রমে এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে ব্যবসায়ী ও সমাজসেবক রঘুপতি সেন’কে সভাপতি ও মোঃ ইকবাল বাহার’কে সাধারণ সম্পাদক করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মেধা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা আইবিএফসি এর কার্যক্রমকে আরও গতিশীল করবে। এছাড়া কমিটির বাকী পদবী ও নাম ঘোষণা করা হবে।

নবনির্বাচিত সভাপতি রঘুপতি সেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সন্তান। তিনি উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং কৈনপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দায়িত্ব রয়েছেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top