অর্থপাচার রোধে ১০ মাসে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বিএফআইইউ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: সন্দেহজনক লেনদেনের রিপোর্ট ও তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের প্রধান সংস্থা- বিএফআইইউ।

অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে তদন্তাধীন নয়টি মামলার বিপরীতে ৮৬৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

আজ শনিবার (১৮ জুন) রাজধানীতে অনুষ্ঠিত বিএফআইইউ এর ‘বাংলাদেশে অর্থ-পাচার ও সন্ত্রাসীকার্যে অর্থায়নে প্রতিরোধ কার্যক্রমের ২০ বছর’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

আগের (২০২০-২১) অর্থবছরে সাতটি মামলার বিপরীতে জব্দকৃত টাকার পরিমাণ ছিল ৩৮ কোটি ৩৮ লাখ টাকা। গত পাঁচ বছরে ৬৩টি তদন্তাধীন মামলার বিপরীতে টাকা জব্দ করা হয়েছে ১,৩৩৩ কোটি টাকা।

সন্দেহজনক লেনদেনের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের প্রধান সংস্থা- বিএফআইইউ।

সংস্থাটির চলতি অর্থবছরের দশ মাসে বাজেয়াপ্তকৃত অর্থ সরকারের কোষাগারে জমা পড়েছে ২৭ কোটি টাকা। গত পাঁচ অর্থবছরের সরকারের কোষাগারে জমা পড়েছে ১,২৭৩ কোটি টাকা।