অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি, গ্রেপ্তার ২

সিপ্লাস ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক উদ্ধার অভিযানের গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক উপ-পরিদর্শকসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের ডিএসবি শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত দু’জন হলেন- পূর্ব ভাকুম গ্রামের লেছু ফকিরের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩৪) ও তাঁর ছোট ভাই আহাদুল নূর (২৮)।

ডিবি জানিয়েছে, পূর্ব ভাকুম গ্রামের দীর্ঘ দিন ধরে হেরোইনের কারবার করে আসছিলেন শাহীনুর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালান উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়ার নেতৃত্বে ডিবির সদস্য। এ সময় শাহীনুরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাঁকে আটক করা হয়।

অভিযানের একপর্যায়ে শাহীনুর চিৎকার দিলে তাঁর ছোট ভাই আহাদুল নূর, ভাগনে সুজাত হোসেন, মা ও স্ত্রীসহ অজ্ঞাত তিন থেকে চারজন তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সুজাত লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা করেন।

এতে এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া আহত হন। পরে শাহীনুর ও সুজাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। আহত ডিবি সদস্যরা জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং সরকারি কাজে বাঁধা ও হামলার অভিযোগে সিঙ্গাইর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। মাদক আইনে শাহীনুরের বিরুদ্ধে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সুজাত, তাঁর মা ও স্ত্রীসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দু’জনকে থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top