সিপ্লাস ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক উদ্ধার অভিযানের গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক উপ-পরিদর্শকসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের ডিএসবি শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত দু’জন হলেন- পূর্ব ভাকুম গ্রামের লেছু ফকিরের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩৪) ও তাঁর ছোট ভাই আহাদুল নূর (২৮)।
ডিবি জানিয়েছে, পূর্ব ভাকুম গ্রামের দীর্ঘ দিন ধরে হেরোইনের কারবার করে আসছিলেন শাহীনুর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালান উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়ার নেতৃত্বে ডিবির সদস্য। এ সময় শাহীনুরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাঁকে আটক করা হয়।
অভিযানের একপর্যায়ে শাহীনুর চিৎকার দিলে তাঁর ছোট ভাই আহাদুল নূর, ভাগনে সুজাত হোসেন, মা ও স্ত্রীসহ অজ্ঞাত তিন থেকে চারজন তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সুজাত লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা করেন।
এতে এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া আহত হন। পরে শাহীনুর ও সুজাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। আহত ডিবি সদস্যরা জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং সরকারি কাজে বাঁধা ও হামলার অভিযোগে সিঙ্গাইর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। মাদক আইনে শাহীনুরের বিরুদ্ধে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সুজাত, তাঁর মা ও স্ত্রীসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দু’জনকে থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।