অবৈধ দখলে যাওয়া রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

সিপ্লাস ডেস্ক: অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার করা হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে  বলেন, অভিযানে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব দোকান অবৈধভাবে নির্মাণ করে ব্যবসা করে আসছিলো।

রেলওয়ের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এ উচ্ছেদ অভিযানের আদেশ দেন। রেলওয়ে স্টেট অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও সিএমপি এবং আরএনবি অভিযানে সহায়তা করেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top