
কক্সবাজার প্রতিনিধি: মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ পাচার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ এবং অনলাইন জুয়া নিয়ে একটি গবেষণা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কক্সবাজারের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিআইডি কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন, সিআইডির উপদেষ্টা ড. খান সরফরাজ আলি।
এ সময় উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ সিআইডি কক্সবাজার জেলার সকল অফিসার-ফোর্সের সদস্যরা মানিলন্ডারিং ও অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে নিজেদের মতামত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
সভায় মানিলন্ডারিং ও অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি পূর্বক সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়।