বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১ ফেব্রুয়ারি) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এই অর্থদন্ড দেন।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোহাম্মদ সাইফুদ্দিন (৪৫) কে ৫০ হাজার ও আহম্মদ মনসুর (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।