অবশেষে ‘পাঠান’ নিয়ে মুখ খুললেন শাহরুখ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’ সম্প্রতি মুক্তি পেয়েছে । মুক্তির পরেই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। আর এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। এতদিন ‘পাঠান’ নিয়ে কোনো কথা না বললেও সম্প্রতি মুখ খুলেছেন বলিউড বাদশাহ।

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মলনে হাজির হন শাহরুখ-দীপিকা। সেই সঙ্গে সেখানে জন আব্রাহাম এবং নির্মাতা সিদ্ধার্থ আনন্দও উপস্থিত ছিলেন।

কিং খান বলেন, গণমাধ্যম এবং দর্শকরা যেভাবে পাঠানকে সাপোর্ট করেছে সেটা দেখে সত্যি আমরা ভীষণ কৃতজ্ঞ। ছবিটিকে ঘিরে অনেক কিছুই ঘটতে পারত, যা আনন্দদায় মুক্তিতে বাঁধা সৃষ্টি করতে পারত। তবে সবদিক থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটিই এই সাফল্য এনে দিয়েছে আমাদেরকে। সেই সঙ্গে আমি আমার সব সহকর্মীর তরফ থেকে ছবির জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক ও ভক্ত-অনুরাগীদের।

অভিনেতা আরও জানান, আসলে ছবি মুক্তির আগে বিশেষ উদ্দেশ্যে গণমাধ্যমের সঙ্গে দেখা করিনি, ব্যাপারটা মোটেও এমন নয়, আসলে এ ছবিটি করোনা মহামারির সময়ে শুটিং করা হয়েছিল। তার পর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত ছিল সবাই। আমরাও আদিত্য চোপড়া ও সিদ্ধার্থের সঙ্গে সময় দিচ্ছিলাম। তবে এ ছবিকে খুব সমর্থন করেছে সবাই।

ছবিটি মুক্তির আগে ‘বেশরম রঙ’গানের জন্য তোপের মুখে পড়েছিলেন শাহরুখ-দীপিকা। এমনকি ছবিটি বয়কটের দাবী জানিয়েছিলেন কেউ কেউ। কারণ, গানের ভিডিওতে গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে ব্যাপক ক্ষেপেছিলেন একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাঁধা পেরিয়ে অবশেষে মুক্তি ২৫ জানুয়ারি পেয়েছে ‘পাঠান’।