সিপ্লাস ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকা পড়েছে। ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এ ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (৮ জুলাই) ভোর ৫টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেনটি ভোর ৫টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনে এর মেরামত কাজ শুরু হয়।
তিনি আরও জানান, ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বগির মেরামত কাজ শেষ হয়েছে। আরও দুইটি বগির মেরামত কাজ চলছে। মেরামত কাজ শেষ হলেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা করবে।