খুলনায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের রাতে অতিরিক্ত মদ পানে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মদ পানে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই একজনের মৃত্যু হয়। বাকি ৪ জন বুধবার সকালে বিভিন্ন সময় মারা যান।
নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), প্রসেনজিতের আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদপানে চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা যান। সকালের দিকে আরও চারজন মারা যান। অতিরিক্ত মদ পানেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।