CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

টেকনাফ শাহপরী হাইওয়ে পুলিশ ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী কাস্টমস্ চেকপোস্টের সামনে থেকে ইয়াবাসহ চালককে আটক ও পিকআপ জদ্ধ করেছে।

হাইওয়ে ফাড়ির পুলিশ পরির্দশক মারুফ রহমান তার সঙ্গীয় ফোর্সসহ পিকআপ নং-ঢাকা মেট্টো-ন-১৮-৪১৪৭ এর চালক মোঃ স্বাধীন (২৫) এর স্বীকারোক্তিমতে গাড়ির ডেক্স বোর্ডের ভিতর হতে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান।