হযরত খাজা কালু শাহ (রহ.)এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সলিমপুরস্থ কালু শাহ নগর দরবার শরীফের ওরশ। ছবি-প্রতিনিধি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রতি বছরের ন্যায় অলিয়ে কামেল হযরত খাজা কালু শাহ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ রবিবার (৮ মহরম) সীতাকুণ্ডের সলিমপুরস্থ কালু শাহ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বাদে ফজর খতমে কোরান, খতমে গাউছিয়া, বাদে যোহর হামদ, নাত ও ক্বেরাত, বাদে মাগরিব জিকির আজকার, বাদে এশা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তশরীফ পেশ করেন।

ওরশ শরিফকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত হন।

বার্ষিক আজিমুশশান মাহফিলের উদ্বোধন করেন খাজা কালুশাহ্ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী।

প্রধান মেহমান হিসেবে তাসরিফ পেশ করেন আঞ্জুমানে রজভীয় নুরীয়া ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নূরী। প্রধান বক্তা হিসেবে তাশরিফ পেশ করেন আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদেরী। এতে আরো তাশরিফ আনেন আল্লামা আব্দুল আলীম রজভী, আবুল আসাদ মুহাম্মদ জােবায়ের রজভী, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা মুহাম্মদ মাসউদ আলম প্রমুখ।