এখন থেকে দুবাইয়ে বসেই স্যানমার প্রপার্টিজ লিমিটেড দুবাই ডাউন টাউন এলাকার স্ট্যান্ডার্ড চাটার্ড টাওয়ারএ ঢাকা,চট্টগ্রাম থেকে পছন্দের ফ্ল্যাল্ট,অফিস স্পেস বেছে নিতে পারবেন প্রবাসীরা।
প্রবাসীদের সুবিধার্থে এখন থেকে এই স্হানটিতে অফিস নিয়েছে স্যানমার প্রপার্টিজ লিমিটেড।
শুক্রবার( ১৩ ই সেপ্টেম্বর) এবং শনিবার( ১৪ ই সেপ্টেম্বের) অফিস উদ্বোধন উপলক্ষে দুবাইয়ের রেডিসন ব্লুতে “স্যানমার প্রপার্টি লাক্সারী শো” বিকাল ৫ টা থেকে রাত ১১টা পর্যন্ত দুইদিন ব্যাপি উন্মুক্ত রাখা হয়েছে।
স্যানমার প্রপার্টিজ লিমিটেড থেকে জানানো হয় নিজের দেশ, নিজের বাড়ি স্লোগানকে সামনে রেখে আমাদর এই পথ চলা এবং প্রবাসীদের সুবিধার্তে এখন থেকে দুবাইয়ের স্ট্যান্ডার্ড চার্টাড টাওয়ার এ অফিস নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চলবে এমনকি মেলা চলাকালিন সময়ে বুকিং দিলে স্যানমারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট ও সহজ সুদ-মুক্ত সুবিধাও রাখা হবে।