সৌদি যুবরাজের বিশেষ ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে গেলেন ইমরান খান

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ ফ্লাইটে করে শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ইমরান খান।

প্রতিবেদনে বলা হয়, কোনও ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি প্রিন্স তাকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ ফ্লাইটে।

সংবাদ মাধ্যমকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি পৌঁছে গেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগেই সৌদিতে দু’দিনের সফর করেছেন ইমরান খান। সেখানে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করেছেন।