সৌদি আরবে বাংলাদেশীকে জবাই করলো বাংলাদেশী

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সৌদি আরবের আল খারিজ শহরের আজিজিয়া নামক স্থানে গত ১৯-সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক বাংলাদেশীকে জবাই করে হত্যা করেছে অন্য দুই বাংলাদেশী রুমমেট মিলে!

আজিজিয়ার একটি বাংলাদেশী ভিলাতে রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

তারা তিনজন একই রুমে বসবাস করতো।

জানা গেছে, সন্ধ্যায় সামান্য বাথরুমে প্রবেশ নিয়ে রুমমেটদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে দু’জন মিলে একজনকে বাথরুমে ফেলে গলা কেটে হত্যা করে। তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ পুরো এলাকা কর্ডন করে ভিলার বাকি বাঙালিদের সাহায্যে দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে। হত্যার শিকার হওয়া লোকটির নাম ঠিকানা বিস্তারিত জানা যায়নি।