সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশের শিহাব

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ।

বিশ্বের দ্বিতীয় সেরা বাংলাদেশের ক্ষুদ হাফেজ শিহাব উল্লাহ’কে গত ১১-সেপ্টেম্বর বুধবার বাদে এশা পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা হাতে তুলে দেন মক্কা মহানগরের মেয়র খালিদ বিন ফয়সাল।

শিহাব উল্লাহ ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

কাবা শরিফ মসজিদের নতুন ভবনে আয়োজিত ৪১ তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আলশেখ, মক্কার হারাম শরিফের সিনিয়র ইমাম ডক্টর শেখ আব্দুর রহমান আল সুদাইস উপস্থিত ছিলেন।

১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

এ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন মক্কার মেয়র ও সৌদি আরবের ধর্ম মন্ত্রীসহ উর্ধতন কর্মকর্তারা।

তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশও এরকম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।