সৌদি আরবে এক বাংলাদেশিকে জবাই করে হত্যা !

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সৌদি আরবের আল কারিজে এক বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা’র অভিযোগ রুমম্যাট বাঙ্গালী যুবকের বিরুদ্ধে। নিহত যুবকের নাম মোঃ মাইনুদ্দিন (৩০) । ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সৌদি আরবে নিজ রুমে এ ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের পরিবারের।

সে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

নিহত মাইনুদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, মাইনুদ্দিন কয়েক বছর আগে সৌদি আরবের রিয়াদে কাজের জন্য যায়। কয়েক জন বাংলাদশী বন্ধু এক রুমে থাকতো।একই রুমে থাকা নিহত মাইনুদ্দিনের সাথে পাশ্ববর্তী বাঞ্চারামপুরের উপজেলার তিন বন্ধুর ঝগড়া হয়। এ দিন কোম্পানির কাজ শেষ করে বাসায় আসার পর আনুমানিক বিকেল ৩ টার দিকে বাথরুমে গোসলকে কেন্দ্র করে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হয়।

হত্যার ঘটনায় সৌদি আরবের পুলিশ জড়িত দুই বাংলাদেশিকে গ্রেফতার করছে বলে জানা গেছে।