সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর আলরাফায় কর্মরত মো. সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি বিদুৎপৃষ্টে নিহত হন।
রবিবার(২২সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মারা যান।
আলরাফা কোম্পানিতে কর্মরত সৌদি-প্রবাসী মোঃসাইফুল ইসলাম মানিকগঞ্জ জেলার সিংগাইর কাংশার গ্রামের মোঃকরিম ফকিরের পুত্র।