সীম, কম্পিউটার ও রোহিঙ্গা বাজারের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসছে-কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি

উখিয়া থানার উদ্যোগে ওপেন পুলিশ ডে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রোহিঙ্গা শরনার্থীদের মোবাইল ফোনের সীম বিক্রি ও ব্যবহার, কম্পিউটার ব্যবহার এবং রোহিঙ্গা শরনার্থীদের বাজারে আসা যাওয়ার বিষয়ে কঠোর আইনি সিদ্ধান্ত হচ্ছে। এ বিষয়ে ব্যাপক পরিবর্তন আসছে এবং এ সিদ্ধান্ত শিঘ্রীই কার্যকর হবে।

শুক্রবার উখিয়া থানার উদ্যোগে ওপেন পুলিশ ডে এবং কমিউনিটিং পুলিশের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন-মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং অপরাধ দমনে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করবেনা।

ভারপ্রাপ্ত এসপি মোহাম্মদ ইকবাল হোসাইন সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকার স্বার্থে, দেশের স্বার্থে আপনারা পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। তখন নিজেরাও ভালো থাকবেন, অন্যরাও নিরাপদে থাকবে।

উখিয়া থানা চত্বরে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন-উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া কমিনিউটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক কায়সার, কমিনিউটি পুলিশিং এর এম.এ মঞ্জুর, শাহাদাৎ হোসেন জুয়েল, ইমাম হোসেন, এডভোকেট রনজিত বড়ুয়া, কফিল উদ্দিন, আলমগীর নিশা, রাশেল উদ্দিন সুজন সহ উখিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে সভায় অংশ নেওয়া কমিনিউটি পুলিশের সদস্যরা। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন-উখিয়া থানার এস আই নুরুল হক, সিম্পু বড়ুয়া ও এ এস আই শামীম।

সভায় সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান পুলিশের দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশ পুলিশ কারো শত্রু নয়, সবার বন্ধু। অপরাধবিহীন সমাজ গঠনেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। এ যাত্রায় আমরা সবাইকে সারথি হিসাবে পেতে চাই।