সীতাকুণ্ড প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ক্লাব কার্যালয়ে নির্বাচিত ১১ সদস্যকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

শপথবাক্য পাঠ করা অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব গণতান্ত্রিক পন্হায় সুন্দর ও সচ্চ যে নির্বাচন উপহার দিয়েছে তা অন্যান্য উপজেলার প্রেসক্লাবগুলোর জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। সাংবাদিকরা সবসময় দলমতের উর্দ্ধে থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, প্রকৃত সাংবাদিকের কোন বন্ধ থাকেনা, যদি বন্ধু থাকে তাহলে আপনি একজন অপরাধী অথবা দূর্ণীতিবাজের বিরুদ্ধে লিখতে পারবেননা। আর সংবাদিকদের মধ্যে কোন প্রকার বিভাজন থাকতে পারবে না। সাংবাদিকতা মহন পেশা, মতের মিল না থাকতে পারে কিন্তু বিভাজন কাম্য নয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সৌমিত্র চক্রবর্তী সভাপতি ও লিটন কুমার চৌধুরী সাধারণ সম্পাদকসহ ১১ জন নির্বাচিত হন।