সীতাকুণ্ডে ডোবায় পড়ে মোঃ ইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স দেড় বছর।
মঙ্গলবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় এঘটনা ঘটে। ইমন উক্ত এলাকার সুলেমানের পুত্র।
জানা যায়, বার আউলিয়াস্থ বিএসআরএম স্টিল মিলের পাশে একটি বাড়িতে সকালে শিশুটি খেলার চলে ডোবাতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবার অনেক খোঁজাখুঁজির এক ঘন্টা পর ডোবায় ভেসে উঠে। তাকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন।