সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পরিচয়হীন এক যুবক (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার বাড়বকুণ্ডস্থ চারালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মানসিক প্রতিবন্ধি এক যুবক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়,খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত এক যুকবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি, পোষ্টমোটেমের জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।