সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় তুলনামূলকভাবে কম খরচে পরীক্ষা-নিরীক্ষাসহ সব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি সামনে রেখে কিছু ডাক্তার ও সমাজসেবক ২০১১ সালে প্রতিষ্ঠা করেন অরবিট ডায়াগনস্টিক সেন্টার।
পায়ে পায়ে প্রতিষ্ঠানটি ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা রেখেছে। প্রতিষ্ঠার পর থেকে অরবিট ডায়াগনস্টিক সেন্টারটি অভিজ্ঞ ডাক্তার, উন্নতমানের ডিজিটাল মেশিন দিয়ে পরীক্ষা-নিরীক্ষার সঠিক চিকিৎসা সেবা দিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এলাকায় আগে কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে মুলত কুমিরা বাজারে প্রথম উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়।
বুধবার সকালে ১০ বছর পূর্তি উপলক্ষে অরবিট ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। এতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।