সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর ফিশারীঘাট মদের আস্তানায় র‍্যাবের অভিযান : আটক ৪৫

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর ফিশারীঘাট মদের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৭) । সোমবার রাত ১২টা পর্যন্ত চলা অভিযানটিতে র‌্যাবের ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্তর নেতৃত্বে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য অংশ নেন। 

জানা গেছে, সোমবার রাতে অন্তত ৬-৭টি পিকআপ ও বাসে করে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য কোতোয়ালী থানাধিন ফিশারিঘাট ইকবাল রোডের অনুপ বিশ্বাসের মদের দোকান ও এর আশপাশের পুরো এলাকা ঘেরাও করে। এ সময় পুরো আস্তানায় সাঁড়াশি অভিযান চলিয়ে ৩০ হাজার লিটার মদ উদ্ধার ও ৪৫ জনকে আটক করে।

আরো পড়ুনঃ ফিশারিঘাট মদের আস্তানায় ৩০ হাজার লিটার মদ ! অনুপ বিশ্বাস ও সাগর দাশ ভারতের পথে ?

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা এনাম জানিয়েছেন, স্মরণকালে এই মদের আস্তানায় এটাই সবচেয়ে বড় অভিযান।

প্রশাসনকে ম্যানেজ করে চলছে নানান অবৈধ কর্মকান্ড ; এখান থেকে দেশী মদ যাচ্ছে সারা শহরে

কোতোয়ালী এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে নানান অবৈধ কর্মকান্ড ; এখান থেকে দেশী মদ যাচ্ছে সারা শহরে.মাতলামীও বাড়ছে আশংকাজনকভাবে! https://www.youtube.com/watch?v=HTDyOT52Vqg

Posted by Cplustv on Sunday, August 25, 2019
কোতোয়ালী এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে নানান অবৈধ কর্মকান্ড

এর আগে রোববার (২৫ আগস্ট) এই বিষয়ে সিপ্লাসটিভি অনুপ বিশ্বাসের মদের আস্তানার ওপর বিস্তারিত উল্লেখ করে বিশেষ রিপোর্ট প্রচার করে। এই রিপোর্টের উপর ভিত্তি করে অভিযান চালায় র‌্যাব।ইতিপুর্বে কেউ এই মদের দোকানের বিরুদ্ধে ফলাও করে নিউজ প্রচার করেনি।

এ ব্যাপারে র‌্যাবের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযানের ব্যাপারে সকালে বিস্তারিত ব্রিফিং করা হবে।