সাবরাংয়ে ৭০ শতক সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

টেকনাফের সাবরাং এলাকায় দেড় কোটি টাকা মূল্যের ৭০ শতক সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজার ও গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাবরাং মৌজার ৭০ শতক সরকারি খাসজমি দখলমুক্ত করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আবুল মনসুর।

এ সময় টেকনা ও সাবরাং ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আবদুল করিম, মডেল থানার এসআই সুজিত অভিযানে উপস্থিত ছিলেন। জমি দুটি সেখানকার লোকজন অবৈধভাবে দখল করে আসছিল। উপজেলা ভ‚মি কার্যালয় সূত্র জানায়, টেকনাফের সাবরাং মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বিএস ১৫২০৯ ও ১৫২০৮ দাগে ৪০ শতক ও একই খতিয়ানের ৩৫১২৭ দাগের গুচ্ছ গ্রাম নামক এলাকায় ৩০ শতক সরকারি তুহা বাজার ও খাস জমি স্থানীয় লোকজন অবৈধভাবে দোকান ও ঘর নির্মাণ করে দখল করে রেখেছিল। সেখানে অভিযান পরিচালনা করে সরকারি ৭০ শতক জমি দখল মুক্ত করে লাল পতাকা পুঁতে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা: আবুল মনসুর বলেন, প্রায় দেড় কোটি টাকা দামের সরকারি ৭০ শতক খাসজমি দখল মুক্ত করা হয়েছে। জমি দুটি দখলমুক্ত করে লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি জমি আশ্রয় কেন্দ্রের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রালয়ে। বাকি জমিটা এখন থেকে দেখভাল করবে ভ‚মি কার্যালয়। উপজেলার সরকারি খাস জমিগুলো পর্যায়ক্রমে দখল মুক্ত করা হবে।