
সাতকানিয়ায় আলোচিত যুবলীগ কর্মী আব্দুল জব্বার হত্যা মামলাসহ তিনটি হত্যা মামলা ও দুটি নাশকতা মামলার পলাতক আসামী মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন মামলার অপর আসামী মোহাম্মদ সোহেল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীরের নেতৃত্বে পিএসআই ইয়ামিন সুমন ও এস আই রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিবার রাতে সাতকানিয়ার আলোচিত যুবলীগ কর্মী আব্দুল জব্বার হত্যা মামলাসহ আরো বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর এলাকার শামসুল হক প্রকাশ ভান্ডারী শামসুর ছেলে মিজানুর রহমান (৩২) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ধলিবিলা বদর পাড়ার মোহাম্মদ আবদুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল ইসলাম(১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর মধ্যে মিজানের বিরুদ্ধে সাতকানিয়া থানায় যুবলীগ কর্মী আব্দুল জব্বার হত্যা মামলাসহ তিনটি হত্যা মামলা ও দুটি ভাঙচুর অগ্নিসংযোগ ও নাশকতার মামলা মিলিয়ে মোট পাঁচটি মামলা রয়েছে। আর সোহেলের বিরুদ্ধে রয়েছে একটি নারী ও শিশু নির্যাতন মামলা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল কবীর বলেন, তিনটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার আসামি মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।