সাতকানিয়া দক্ষিণ আমিলাইষ শাহ্-পাড়ওয়াল বাড়িতে ট্রলি গাড়িতে গাছ তোলার করার সময় গাছের টুকরো পড়ে তানিম(৭) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু।
নিহত শিশু তানিম ওই এলাকার নুরুল হকের পুত্র এবং আহত শিশুটি নিহত তানিমের চাচাতো ভাই তার খেলার সাথী।
শনিবার সকাল ১০ ঘটিকায় ঘটে।
জানা যায়, ঘটনা স্থলে ট্রলি গাড়িতে গাছ লোড করার সময় অসাবধানতা বশত একটি গাছের টুকরো ট্রলি থেকে ছিটকে পড়ে। এসময় পাশে খেলায় মগ্ন দুই শিশু ছাপা পড়ে।
ঘটনাস্থলেই শিশু দুজন গুরুতর আহত হলে শিশু দুটিকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে কে মৃত ঘোষণা করেন এবং অপর শিশুটিকে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম চলছে। আজ বাদে মাগরিব স্থানীয় শাহ্ পাড়ওয়াল জামে মসজিদ প্রাঙ্গণে নিহত শিশুটির নামাজে জানাজা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়