সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদের সভাপতিত্বে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোঃ শাহজাহান বিএ । কাউন্সিল অধিবেশনে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু।
শফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, মোক্তাদের মাওলা সেলিম, পৌর আওয়ামীলীগের নেতা ফরিদ উদ্দিন টিপন,পৌরসভা কাউন্সিলর আলাউদ্দিন বাবলু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিলর থেকে উন্মুক্ত প্রার্থী আহবান করা হলে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোক্তাদের মাওলা সেলিম এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল মাওলাকে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়।