নানা নাটকীয়তার পর জাতীয় পার্টির সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলটির কো চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে।
আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীরস্বীকৃতি পেয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয় রোববারের তারিখে এ প্রজ্ঞাপন জারি করলেও তা প্রকাশিত হয় সোমবার। রওশনের সঙ্গে বিরোধী দলীয় উপনেতা কে হচ্ছেন, তা রোববার পর্যন্ত সাংবাদিকদের কাছে প্রকাশ করেনি জাতীয় পার্টি।
স্পিকারের কার্যালয়ের একজন কর্মকর্তারা বলেন, জিএম কাদের রোববারই ওই পদের স্বীকৃতি দিতে স্পিকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেন।
গেজেটে বলা হয়, “জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা রওশন এরশাদকে (ময়মনসিংহ ৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ মোতাবেক (১৮ লালমনিরহাট-৩) সংসদ সংদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বীকৃতি প্রদান করেছেন। আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।”