সিপ্লাস ডেস্ক: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংসদের জনসংযোগ অধিশাখার-১ পরিচালক তারিক মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সব আগ্রহী মুসল্লিদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।