শুক্রবার সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। মোট ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে আবুল খায়ের নির্বাচিত হন।

৬ পদে প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে লিটন কুমার চৌধুরী ও মীর মোহাম্মদ দিদারুল হোসেন টুটুল, সহ-সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম ও নাসির উদ্দিন অনিক, অর্থ সম্পাদক পদে সবুজ শর্মা শাকিল, তালুকদার নির্দেশ বড়ুয়া ও হাকিম মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নন্দন রায় ও শেখ সালাউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাইফুল মাহমুদ ও খোরশেদ আলম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস প্রধান নির্বাচন কমিশনার ও দেলোয়ার হোসাইন খান। নির্বাচনে সরকারী বেসরকারী কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রামের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।