শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন করেছে ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন করছে ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদ।

সভাপতি  কল্যাণ পাল ও সাধারণ সম্পাদক নাথুরাম ধরের নেতৃত্বে আসন্ন দূর্গাপুজা  শান্তিপূর্ণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে হাটহাজারী ইউএনও,উপজেলা চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবির সাথে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও প্রশাসনিক বৈঠক করেছে ফতেয়াবাদ পুজা উদযাপন পরিষদ।

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ন ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে স্থানীয় যুবক, ছাত্র, কিশোর ও তরুনদের নিয়ে যুবক সম্মেলনও করা হয়েছে।

ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সভাপতি কল্যান পাল বলেন,চট্টগ্রামের ১৬টি উপজেলার মধ্যে হাটহাজারী উপজেলায় সব চেযে বেশী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। তার মধ্যে ফতেয়াবাদ এ দর্শনাত্রীর সমাগমও বেশী হয় । আগামী ৫ অক্টেবর থেকে শুরু হওয়া চারিদিন ব্যাপী দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসব মূখর ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কার্যকরী পরিষদের সহ-সভাপতি সৌমেন চেীধুরী,রতন ধর, বাবুন পাল, সহ-সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী ,লিখন ঘোষ, অর্থ-সম্পাদক ঋষিকেষ খাস্তগীর,সাংগঠনিক সম্পাদক পিকলু শীল,সাংস্কৃতিক সম্পাদক মিটুন দাশ,গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সাগর পাল বাবু,দপ্তর সম্পাদক বাপ্পা ভট্টাচার্য্য প্রমুখ।