লোহাগাড়া বড়হাতিয়া ১নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২২

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (১১ জুন) সকাল ১১টায় সেনেরহাট বাজারের দক্ষিণ পাশে আল আকসা কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র নাথ, সহ-প্রচার সম্পাদক  আশীষ কান্তি নাথ,   উপ- দপ্তর সম্পাদক এস এম মামুন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, অনিল সরকার,মোজাহার আহমদ বাঁশি, এসএম আবদুল জব্বার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গণি সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসাব উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী।

উপস্থিত বক্তারা বলেন, যারা আওয়ামী রাজনীতির সাথে দূরসময়ে ছিলেন এবং আছেন তাদেরকে কমিটিতে জায়গা দেওয়া হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন   বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। উপস্থিত কাউন্সিলরদের থেকে ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়। তাদের থেকে যাচাই-বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদক এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন সভাপতি খোরশেদ আলম চৌধুরী।